বিশেষ প্রতিবেদকঃ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাকে ‘পুনর্বহাল’ ও বিচার বিভাগের স্বাধীনতা দাবিতে মানববন্ধন করেছে ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার অ্যাসোসিয়েশন)।
আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে দুই শতাধিক আইনজীবী এই মানবন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য দেন ঢাকা আইনজীবী সমিতির (বার) সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বাচ্চু প্রমুখ।
মানববন্ধনে অংশ নেওয়া আইনজীবী হান্নান ভূঁইয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘প্রধান বিচারপতিকে জোর করে ছুটিতে পাঠানো হয়েছে। আমরা অবিলম্বে প্রধান বিচারপতিকে স্বপদে বহাল দেখতে চাই। এ ছাড়া বিচার বিভাগের স্বাধীনতার জন্য আমরা আজ ঢাকা বারে মানববন্ধনের আয়োজন করেছি।’
গত ২ অক্টোবর রাত সাড়ে ১১টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার এক মাসের ছুটির কারণে বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
এস কে সিনহা অসুস্থতাজনিত কারণে রাষ্ট্রপতির কাছে ওই এক মাসের ছুটি চান। পরে ছুটির বিষয়টি আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গণমাধ্যমকে নিশ্চিত করেন।