বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: মানুষের ব্রেন সিগন্যাল ডিকোড করতে পারে এমন একটি সফটওয়্যার উদ্ভাবন করছেন বিজ্ঞানীরা। এই সফটওয়্যার ৯৬ শতাংশ নিভূলভাবে মানুষের চিন্তা বুঝতে সক্ষম।
সফটওয়্যারটির দক্ষতা পরিমাপের জন্য সাতজন মৃগী রোগীকে নিয়ে গবেষণা করা হয়। গবেষণাটি পরিচালনা করা হয় যুক্তরাষ্ট্রের হার্বারভিউ মেডিকেল সেন্টারে।
গবেষণাকারী দলের অন্যতম সদস্য নিউরো সায়েন্টিস্ট রাজেশ রাও জানান, স্টোক এবং পক্ষাগাতগ্রস্থ রোগীদের মনের অবস্থা বুঝতে ব্যবহার করা হয়েছিল। এতে অভূতপূর্ব সাফল্য পাওয়া গেছে।