প্রেমের ফাঁদে ফেলে মহিলাদের প্রতারণা করার অভিযোগ চিরকালের। এমনকি মহিলাদের বিভিন্ন রকমের ছবি তুলে তা দেখিয়ে ব্ল্যাকমেল করারও অভিযোগ প্রায়ই শোনা যায়। কিন্তু এবার কলকাতার গড়িয়াহাটে যুবকের নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেল করার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ।
কলকাতার বিরাটির বাসিন্দা এই যুবক গড়িয়াহাট থানায় এই বিষয়ে অভিযোগ ও দায়ের করেন। পুলিশ সূত্রে জানা যায়, তাঁর অভিযোগ মহম্মদ গোলাম নামে এক যুবক তাঁর ডেবিট কার্ড কেড়ে নিয়ে ভয় দেখিয়ে কার্ডের পিন জেনে অ্যাকাউন্ট থেকে ৩০ হাজার টাকা তুলে নিয়েছে। পুলিশ তদন্ত শুরু করলে ধাপে ধাপে জানতে পারে, অভিযুক্ত গোলামের সঙ্গে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে তাঁর আলাপ। ওই অ্যাপের মাধ্যমে পুরুষরা নিজেদের মধ্যে ‘বিশেষ বন্ধুত্ব’ করতে পারে।
অভিযোগকারীর কাছ থেকে পুলিশ আধিকারিকরা আরও জানতে পারেন যে ওই অ্যাপের মাধ্যমে একাধিক পুরুষ বন্ধুর সঙ্গে তাঁর আলাপ হয়। যার মধ্যে গোলাম অন্যতম। নম্বর জোগাড় করে দুজনের মদ্ধে বহুবার কথাও হয় তাঁদের। তদন্তে পুলিশ আধিকারিকরা জানতে পারেন যে, কড়েয়া থানা এলাকায় একটি গেস্ট হাউসে গোলাম ওই যুবকের সঙ্গে দেখা করতে যায়।
ওই যুবকের অভিযোগ, তাঁকে গেস্টহাউসে আটকে রেখে নগ্ন করে গোলাম একের পর এক ছবি তুলতে থাকে। তারপর তার কাছ থেকে টাকা দাবি করে। পালানোর চেষ্টা করলে গোলাম তাঁর ডেবিট কার্ড কেড়ে নেয় এবং ভয় দেখিয়েন পিন নম্বরও নিয়ে নেয়।ওই যুবক রাজি না হলে সে ওই নগ্ন ছবি বিভিন্ন ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
সেদিন ই যুবককে আটকে রেখে গোলাম কাছের একটি এটিএম কাউন্টার থেকে ৩০ হাজার টাকা তুলে এনে আবার যুবককে ডেবিট কার্ড ফেরত দেয়। তিনি আরও বলেন গোলাম ওই যুবককে হুমকি দেয়, পুলিশকে জানালে সে ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে। এক পর্যায়ে অন্য কোন রাস্তা খোলা নাপেয়ে প্রতারিত ওই যুবক পুরো ঘটনাটি পুলিশকে জানায়। তার অভিযোগের উপর ভিত্তি করে গোলামের মোবাইল টাওয়ার লোকেট করে অভিযুক্ত গোলামকে গ্রেফতার করে পুলিশ।