দুলাল পাল- স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে ঘিওরে বোতলজাত পানির চেয়েও কম দামে বিক্রি হচ্ছে দুধ। আধা লিটার পানি বিক্রি হয় ১৫ টাকা আর এক লিটার দুধ বিক্রি হয় ২০ টাকা।
মানিকগঞ্জ শহর থেকে ১৫ কিলোমিটার দূরে ঘিওর উপজেলা। সেখানে ঘিওর বাজারে, পঞ্চরাস্তা ও শিংজুড়ী বাজারে প্রতিদিন গড়ে ৪ থেকে ৫ হাজার লিটার দুধ বিক্রির জন্য নিয়ে আসে গরুর খামারিরা। কেউ সাইকেলে কেউ মাথায় করে কলসে দুধ নিয়ে আসছেন। ক্রেতা হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী।
খামারিরা জানান, ব্যবসায়ীদের ইচ্ছা মাফিক দামেই তাদের দুধ বিক্রি করতে হয়। রমজান মাসে মিষ্টি তৈরী কম হওয়ায় অজুহাতে তারা দুধের দাম কমিয়ে দেয়। গরুর খাদ্যের দাম বেশী থাকলেও তারা কম দামে দুধ বিক্রি করতে বাধ্য হচ্ছে। অন্য সময় ৫০/৬০ টাকা দরে প্রতি লিটার দুধ বিক্রি হলেও রমজান মাসে ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হয়।