ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

এডিবির সহযোগিতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে

admin
February 27, 2018 9:54 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  বাংলাদেশের উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট তাকিহিতো নাকাও

এডিবির অর্থায়নে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনের অংশ হিসেবে আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের ভৈরব পরিদর্শন করেন তাকিহিতো। প্রথমে ঢাকা থেকে ট্রেনে করে ভৈরবটঙ্গী ডাবল লাইন প্রকল্প পরিদর্শন করেন। মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধির লক্ষে দেশের ৬৪০টি  আইসিটি লার্নিং ল্যাবের একটি ভৈরব হাজি জহির উদ্দিন স্কুল পরিদর্শন শেষে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি

সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাকিহিতো নাকাও বলেন, রেলওয়ে, হাইওয়ে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বাংলাদেশের উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের গুরুত্ব অপরিসীম তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়নে এডিবির সহযোগিতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে

সময় তাকিহিতোর সঙ্গে উপস্থিত ছিলেন এডিবির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ, শিক্ষা মন্ত্রণলায়ের অতিরিক্ত সচিব মহিউদ্দিন খান, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মাহবুবুর রহমান, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা আহমেদ প্রমুখ

http://www.anandalokfoundation.com/