ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

এটিএম বুথে কারসাজির ঘটনায় তদন্তে ডিবি

admin
February 15, 2016 3:57 pm
Link Copied!

সম্প্রতি কয়েকটি ব্যাংকের এটিএম বুথে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় ছায়াতদন্ত শুরু করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সোমবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম বলেন, ‘বনানীতে এ সংক্রান্ত একটি মামলা হয়েছে। তবে ডিবির কাছে ভোক্তভোগী ও সংশ্লিষ্ট ব্যাংক আমাদের কাছে কোন অভিযোগ করেনি। আমরা ব্যাপারটি শুধুমাত্র মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। যেহেতু আমাদের কাছে সরাসরি কেউ অভিযোগ করেননি তাই বিষয়টিকে ডিবি ছায়াতদন্ত শুরু করেছি।’

এটিএম বুথের জালিয়াতিতে বিদেশি জড়িত থাকার বিষয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দেশে সাধারণত আফ্রিকান দেশের নাগরিকরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার প্রমাণ পেয়েছি। অনেককে দেশে ফেরত পাঠানো হলেও আইনগত কারণে অনেককে দেশে ফেরত পাঠানো যায় না। পরে তারা আবার জামিনে বের হয়ে বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ে।’

এটিএম বুথের কারসাজিতে কোন বিদেশি জড়িত থাকলে বিষয়টি বেরিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি

http://www.anandalokfoundation.com/