নিরাপত্তার স্বার্থে আপীল বিভাগের এজলাস ও এজলাস সংলগ্ন স্থানে কোনো বিচারপ্রার্থী প্রবেশ পাস প্রদর্শন ব্যতীত প্রবেশ বা অবস্থান করতে পারবেন না। বিচারপ্রার্থীদের এজলাসে প্রবেশে লাগবে পাস। বাংলাদেশ সুপ্রীম কোর্টের নিরাপত্তা ব্যবস্থার পরিকাঠামো ক্রমাগত উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগে প্রবেশ পাস ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। এজলাসে প্রবেশে লাগবে পাস
আজ বাংলাদেশ সুপ্রীম কোর্টের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগে প্রবেশ করতে আগ্রহী বিচারপ্রার্থীরা স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে সুপ্রীম কোর্টের ওয়েবসাইটে প্রবেশের তারিখ ও মামলা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে আপীল বিভাগের ডিজিটাল প্রবেশ পাস সংগ্রহ করতে পারবেন। উক্ত প্রবেশ পাস (ডিজিটাল অথবা প্রিন্টকপি) ব্যবহার করে আপীল বিভাগের এজলাস ও এজলাস সংলগ্ন স্থানে প্রবেশ করতে পারবেন।