ইজরায়েলের নির্মাণকার্যে প্রায় ৯০ হাজার প্যালেস্তানি কাজ করত। কিন্তু ৭ অক্টোবর প্যালেস্তানি সন্ত্রাসী সংগঠন হামাসের নৃশংস হামলার পর ইজরায়েলে আর কাজ করতে দেওয়া হচ্ছে না তাদের। ইজরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের কাছে এক লক্ষ ভারতীয় কর্মী নিয়োগের দাবি করেছে ইজরায়েলের বিল্ডার্স অ্যাসোসিয়েশন। সেখানে প্রায় ৯০ হাজার প্যালেস্তানিদের (Palestine) প্রতিস্থাপন করে প্রায় এক লক্ষ ভারতীয় শ্রমিক নিয়োগের জন্য বলা হয়েছে।
ভয়েস অফ আমেরিকার প্রতিবেদনে ইজরায়েল বিল্ডার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হাইম ফিগলিন বলেছেন, ‘এই মুহূর্তে আমরা ভারতের সঙ্গে আলোচনা করছি। আমরা একটি অনুমোদনের জন্য ইজরায়েলের সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। আমরা আশা করছি, ভারত থেকে ৫০ হাজার থেকে এক লক্ষ কর্মী নিযুক্ত করব, যাতে পুরো সেক্টরটি পরিচালনা করতে এবং স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আনতে সক্ষম হতে পারি।’
ইজরায়েলে ভারতীয় নির্মাণ শ্রমিকদের কপাল খুলে যেতে পারে। যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল যদি এই বিপুল পরিমাণ কর্মী নিয়োগ করে আর ভারতও যদি সব দিক বিবেচনা করে অনুমোদন দেয়, তাহলে ভারতের প্রান্তিক মানুষদের একটা বড় অংশের কর্মসংস্থান হতে চলেছে।
উল্লেখ্য, গত এক মাস ধরে যুদ্ধ চলছে হামাস এবং ইজরায়েলের। আর এর জেরে প্রায় এখনও পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকেই রণক্ষেত্রে পরিণত হয়েছে গাজা (Gaza), যেখানে হামাস এবং ইজরায়েল দু’পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। আর হামাসের বিরুদ্ধে এই যুদ্ধ চলার মধ্যে এবার ইজরায়েলের প্রয়োজন হল এক লক্ষ ভারতীয় শ্রমিক।