13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

একাই ৭০-৭৫ ভাগ ইলিশ উৎপাদন করে বাংলাদেশ -মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী

admin
September 24, 2018 11:30 pm
Link Copied!

বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশ যেমন প্রথম স্থানের অধিকারী তেমনি বাংলাদেশ একাই ৭০-৭৫ ভাগ ইলিশ উৎপাদন করে। এছাড়া দেশের মোট উৎপাদিত মাছের প্রায় ১২ শতাংশ ইলিশ থেকে আসে। জানালেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের জিডিপিতে (মোট দেশজ উৎপাদন) ইলিশের অবদান এক শতাংশের অধিক। কাজেই একক প্রজাতি হিসেবে ইলিশের অবদান সর্বোচ্চ।

মন্ত্রী বলেন, প্রত্যক্ষভাবে প্রায় ৩১ শতাংশ মানুষ মৎস্য খাতে জড়িত এবং ১১ শতাংশের অধিক লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর ওপর নির্ভরশীল।

তিনি বলেন, ২০০৮-০৯ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ২ লাখ ৯৮ হাজার টন, যা বৃদ্ধি পেয়ে এখন হয়েছে ৫ লাখ টন। এর বর্তমান বাজারমূল্য প্রায় ১৮ হাজার কোটি টাকা।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের ব্যাপক উদ্যোগের ফলেই মৎস্যখাতে অভূতপূর্ব উন্নতি হওয়ায় দেশ আজ মাছে স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছে।

এদিকে গতকাল রোববার ‘মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০১৮’বাস্তবায়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভা শেষে আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২দিন প্রজনন ক্ষেত্রের ৭ হাজার বর্গকিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময়ের মধ্যে এসব এলাকায় সব ধরনের মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ রূপে নিষিদ্ধ করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/