13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

একদিনে বগুড়ায় ১৪ পুলিশ সদস্যসহ ৫৭ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা ৪৪৯

Rai Kishori
June 2, 2020 11:58 pm
Link Copied!

করোনাভাইরাসের আক্রমণ মহামারী আকারে ধারণ করেছে বগুড়ায়। বগুড়ায় ১৪ পুলিশ সদস্য ও একজন আইনজীবীসহ নতুন ৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে উত্তরের এই জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৪৪৯ জনে দাঁড়ালো। এরমধ্যে ৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং মারা গেছেন ১ জন ।

আজ মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ৮টার দিকে পাওয়া ফলাফলে জানা যায়, মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে বগুড়ার ১৭৭টি নমুনা পরীক্ষা করা হয়। এছাড়াও বেসরকারি টিএমএসএস হাসপাতালে ১৯টি নমুনা পরীক্ষা করে।  যারমধ্যে বগুড়ার নতুন ৫৭ জনের করোনা পজিটিভ আসে।

বগুড়া জেলার নতুন শনাক্ত ৫৭ জনের মধ্যে শজিমেক হাসপাতালে নমুনা পরীক্ষার ফলাফলে বগুড়া সদরে ৩৫, শেরপুরে ৫ , গাবতলীতে ৩, সারিয়াকান্দি, শাজাহানপুর, আদমদীঘি ও ধুনটে  একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছেন।‌

বগুড়া সদরের মধ্যে সদর পুলিশ ফাঁড়ি এবং ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ১৪ জন সদস্য ছাড়াও চেলোপাড়া ও নাটাইপাড়া এলাকায় নতুন রোগী শনাক্ত হয়েছেন। এসব আক্রান্তের মধ্যে একজন আইনজীবী রয়েছেন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

http://www.anandalokfoundation.com/