14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

একই টিশার্ট একই ডিজাইন, ছিল স্বামীর অঙ্গে এখন তা স্ত্রীর পরনে!

admin
March 17, 2018 10:12 am
Link Copied!

বিনোদন ডেস্কঃ একই টিশার্ট, একই ডিজাইন। ছিল স্বামীর অঙ্গে। এখন তা স্ত্রীর পরনে ! ব্যাপারটা একটু গোলমেলে না ? তবে ফ্যানকুলই উদ্ধার করলেন রহস্যটা।

সম্প্রতি এয়ারপোর্ট বিরাট-পত্নী আনুশকাকে একটি ওভারসাইজ টি-শার্টে দেখা যায়। যার ক্যাপশনে লেখা ছিল “state of mind”। ছবি ভাইরাল হতেই টনক নড়ে ভক্তকুলের। আরে! এই একই টি শার্টে তো বিরাটকে দেখা গিয়েছিল ২০১৬ সালে। তবে কি সেই টি শার্টই আনুশকার অঙ্গে?

সোশ্যাল মিডিয়ায় আনুশকার ছবি ভাইরাল হতেই নেটিজেনদের মুখে একটাই কথা। সুপারস্টার আনুশকার কি আলমারিতে পোশাক কম পড়িয়াছে? নাকি এটা আবার নতুন কোন ট্রেন্ড! স্ত্রী বরের পোশাক বেছে নেবেন ফ্যাশন তালিকায়।

ভক্তরা বলছেন নতুন ফ্যাশন ট্রেন্ড বানালেন আনুশকা। স্বামীর টি শার্ট ক্যারি করলেন অবলীলায়।

সমালোচনার পরোয়া না করেই। দেখিয়ে দিলেন ক্যারি করতে পারলে স্বামী-দাদা-ভাইয়ের পোশাকেও হয়ে ওঠা যায় ফ্যাশনিয়েস্তা।

http://www.anandalokfoundation.com/