ক্রিকেট ডেস্কঃ এএফসি অনূর্ধ্ব-১৪ বালিকা আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ জয় করায় দলের ফুটবলার ও কর্মকর্তাদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আজ সাইফ পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় এই সংবর্ধনা দেয় বাফুফে।
এদিকে দক্ষিণ ও মধ্য এশিয়ার বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় দলের ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন বাফুফে সভাপতি।
ক্রীড়া সংশ্লিষ্ট ব্যাপারে বাংলাদেশ সম্পর্কে ভারতের মনোভাবটা বরাবরই এমন। সেটা হোক ফুটবল কিংবা ক্রিকেটে। কিন্তু প্রতিবেশী এই দেশটির এমন দাম্ভিকতা ধোপে টেকেনি তহুরার-মার্জিয়াদের বিপক্ষে মাঠের পারফরমেন্সে।
বরাবরই চমক উপহার দেয়া বাংলাদেশ নরী ফুটবলের বয়সভিত্তিক এই দলটি এর আগেও শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল দক্ষিণ এশিয় অঞ্চলে। কিন্তু সেবার বাফুফের পক্ষ থেকে ছিলনা সংবর্ধনার কোন উদ্যোগ। এবার ঘুম ভেঙ্গেছে ফোডারেশনের। তাই মার্জিয়ারা সংবর্ধনাটাও পেল বেশ বড়সড়।
নেপাল-তাজিকিস্তানের বিপক্ষে গত কয়েক ম্যাচে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নাকানি-চুবানি খেলেও, ছোটরা এই দল গুলোর বিপক্ষে ছিল অপ্রতিরোধ্য। তাই বাফুফে কর্তার ভবিষ্যৎ পরিকল্পনাটাও তাদেরকে ঘিরেই।
ক্ষুদে ফুটবলারদের নিয়ে অতীতেও নানা সম্ভাবনার কথা শুনিয়েছিলেন বাফুফে কর্তারা। কিন্তু তা সীমাবদ্ধ ছিল মৌখিক আশ্বাসেই।