নিজস্ব প্রতিবেদকঃ শেখ হাসিনা বলেছেন, যারা একটি দেশ, জাতি গঠনের জন্য কাজ করেছে তাদের অনুভূতি থাকে। আর যারা উড়ে এসে জুড়ে বসে তাদের দেশ-জাতির প্রতি কোনো দরদ থাকে না।
আজ মঙ্গলবার সশস্ত্র দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে মুক্তিযুদ্ধের সাতজন বীরশ্রেষ্ঠর উত্তরাধিকারী এবং খেতাবপ্রাপ্ত ১০১ জন মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তাদের হাতে চেক ও শুভেচ্ছা উপহার তুলে দেন প্রধানমন্ত্রী।
সংবর্ধনা অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, ইতিহাস কখনো মুছে ফেলা যায় না, ইতিহাস ঠিক তার স্থান করে নেয়। এটা আরেকবার প্রমাণ হয় ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর। তখন দেশে শুধু উন্নয়ন হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী আরো জানান, মুক্তিযুদ্ধের সময় সশস্ত্র বাহিনী, আনসারসহ বিভিন্ন বাহিনীতে যারা কর্মরত ছিলেন, তারা আগামী বছর থেকে ভাতা পাবেন।