স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের উলিপুরে গাছ কাটতে গিয়ে আমিন হোসেন হোসেন (৪৬) নামের এক কাঁঠুরিয়ার মৃত্যু হয়েছে । নিহত আমিন হোসেন হাতিয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের মিয়াজী পাড়া এলাকার মৃত জোবেরু শেখের ছেলে ।
শনিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, আমিন হোসেন প্রতিদিনের মতো কদমতলা গ্রামের সুরশ চন্দ্র মন্ডলের বিক্রিত গাছ কাটতে যান। ডাল পরিস্কার করতে গাছে উঠেন তিনি ।এক পর্যায়ে গাছের ডালে কোপ দিতে গিয়ে দা’য়ের সামনের ভাগ খুলে এসে আমিন হোসেনের মাথায় আঘাত লাগে।
এতে গাছ থেকে ছিঁচকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আমিন হোসেন পেশায় একজন কাঠুরে। অন্যর বাড়িতে গাছ কেটে সংসার চালাচ্ছিলেন তিনি। নিহত আমিনের পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
হাতিয়া ইউনিয়নের স্বাস্থ্য সহকারী আব্দুল ওহাব জানান, আমিন হোসেনকে হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয়।
উলিপুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।