বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনটে পাল্টা পাল্টি মামলার জের ধরে আওয়ামী লীগের দুই গ্রুপের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছে। মামলার প্রতিবাদে দুই গ্রুপের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিয়ে মাঠে নেমে পড়ায় চরম উত্তেজনা বিরাজ করছে।
৫ মার্চ বৃহস্পতিবার বিকেল তিনটার পর থেকে দুই গ্রুপের নেতা কর্মীরা মুখোমুখি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ধুনট পৌর শহরের বিভিন্ন পয়েন্টে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
মামলার এজাহারে শরিফুল ইসলাম খাঁন অভিযোগ করেছেন, আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআই এম নুরুন্নবী তারেকের মধ্যে গ্রুপিং চলে আসছে দীর্ঘদিন ধরে। গত ২ মার্চ সন্ধ্যার পর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মামলার এজারে উল্লেখিত আসামিরা দলবদ্ধ ভাবে দেশিয় অস্ত্রনিয়ে হামলা করে। এসময় হামলাকারীরা ওই কার্যালয় এবং মোটরসাইকেল ভাংচুর করেছে। এছাড়া হত্যার উদ্দেশ্যে হামলাকারীরা শরিফুল ইসলাম খাঁনকে বেধরক মারপিট করেছে। তাকে উদ্ধার করতে গিয়ে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ আহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত শরিফুল ইসলাম খাঁন বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বাদি হয়ে সংসদ সদস্যের ছেলে আসিফ ইকবাল সনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলী, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলামসহ ১৩ জনের নামে থানায় মামলা করেন।
অন্যদিকে সংসদ সদস্য গ্রুপের ছাত্রলীগ নেতা সেলিম হোসেন বাদী হয়ে মামলা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক শরিফুল ইসলামসহ ৭ জনের নামে।
পাল্টাপাল্টি দুই পক্ষের মামলার প্রেক্ষিতে উভয় পক্ষের নেতারাই মামলার প্রতিবাদে ৫ মার্চ বৃহস্পতিবার বিকেলে ধুনট পৌর শহরে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। বেলা তিনটার পর থেকে সংসদ সদস্য গ্রুপের নেতা কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে এবং সভাপতি গ্রুপের নেতাকর্মীরা শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়। সহিংসতা এড়াতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিকেল ৫টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে যোগ দেন। অন্যদিকে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন সংসদ সদস্য গ্রুপের নেতাকর্মীরা।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, উভয়পক্ষের দুটো মামলা গ্রহন করা হয়েছে। তবে পাল্টাপাল্টি সমাবেশে সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবী করেন ওই পুলিশ কর্তা।