13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

উন্মুক্ত হলেন ক্যাটরিনা

admin
December 13, 2015 2:44 pm
Link Copied!

বিনোদন ডেস্ক: রুপালি পর্দায় বেশ কয়েকবারই ক্যাটরিনা কাইফকে বিকিনি পরিহিত অবস্থায় দেখা গেছে। তবে এর বাইরে প্রথম বারের মতো উন্মুক্ত শরীরে ক্যামেরার সামনে দাড়িয়েছেন টিনসেলের এই লাস্যময়ি।

ভারতের জনপ্রিয় ম্যাগাজিন GQ-এর জন্য খুলে ফেললেন পোশাক। দেখালেন শরীর। উন্মুক্ত হলেন ক্যামেরার সামনে।

ম্যাগাজ়িনটির চলতি সংখ্যা প্রকাশের পর প্রচ্ছদে দেখা মিলল, অন্তর্বাসের সঙ্গে কালো জিন্স পরিহিত ক্যাটরিনার। ম্যাগাজিনটির কভার স্টোরির শিরোনামেও বলা হয়েছে ‘উন্মুক্ত হলেন ক্যাটরিনা’।

এই প্রথম ফোটোশুট, যেখানে পুরোপুরি উন্মুক্ত ক্যাটরিনার দেখা মিলল। শুধু কভারেই নয়, ম্যাগাজ়িনের ভিতরেও একাধিক ছবিতে ক্যটরিনা খোলেমেলা ছবি রয়েছে। আর সেই সব ছবির প্রতিটিতেই যৌন আবেদনে ভরপুর।

ক্যাটরিনার এই বেশের ফোটোগ্রাফার থেকে মেকআপ আর্টিস্ট, স্টাইলিস্ট সব নাকি নিজের পছন্দের। দক্ষিণ আফ্রিকা থেকে এসেছিলেন মেকআপ আর্টিস্ট ও স্টাইলিস্ট। ছবি তোলার জন্য তিনিই বেছে নিয়েছিলেন ফোটোগ্রাফারকে।

http://www.anandalokfoundation.com/