14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়ন দেখে ভারতের অর্থমন্ত্রী মুগ্ধ

admin
October 4, 2017 7:09 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  ভারতের অর্থমন্ত্রী অরুন জেটলি জানিয়েছেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি অন্য দেশের জন্য মডেল হতে পারে।  এ দেশের অর্থনৈতিক উন্নয়ন দেখে তিনি মুগ্ধ হয়েছেন। জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ বুধবার সকালে সচিবালয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪৫০ কোটি ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ হাজার কোটি টাকা) ঋণ চুক্তি সই অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় ভারতের অর্থমন্ত্রী অরুন জেটলিও উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।  এ ঋণ বাংলাদেশের প্রতি ভারতের সুসম্পর্কের বহিঃপ্রকাশ। এ ঋণের সুদ হার অনেক কম এবং ২০ বছরে পরিশোধ করতে হবে।

আবুল মাল আবদুল মুহিত বলেন, ভারত থেকে নেয়া ক্রেডিট লাইনের প্রথম পর্যায়ের এক বিলিয়ন ডলারের ঋণ পুরোপুরি বাস্তবায়ন করা হয়েছে। তবে দ্বিতীয় পর্যায়ের দুই বিলিয়ন ডলারের ঋণ বাস্তবায়ন পুরোপুরি সম্ভব হয়নি। তবে তা প্রক্রিয়াধীন রয়েছে। এবার তৃতীয় ধাপের ঋণ যথাযথভাবে ব্যবহার করা হবে। এ জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। মূলত এ ঋণের অর্থ ব্যয় হবে সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির সচিব কাজী শফিকুল আযম ও ভারতের পক্ষে এক্সিম ব্যাংক অব ইন্ডিয়ার এমডি এ চুক্তিতে সই করেন।

http://www.anandalokfoundation.com/