বিদ্যুতের দ্রুত প্রসার গ্রামকে শহরে পরিণত করতে সহায়তা করবে। গণতন্ত্র ও আইনের শাসন সুদৃঢ়, ব্লু-ইকোনমি- সমুদ্র সম্পদ উন্নয়ন, প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ, তরুণ-যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর ও কর্মসংস্থানের নিশ্চয়তা সরকারের অন্যতম লক্ষ্য। এসব উন্নয়নের মূলে থাকবে বিদ্যুৎ ও জ্বালানি। বললেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ ঢাকায় বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, সিদ্ধান্তহীনতায় না ভুগে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। প্রকল্প বাস্তবায়নে অতীতের ন্যায় ভবিষ্যতেও এক নম্বর হতে হবে। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ঐক্যবদ্ধ ও সমন্বিতভাবে কাজ করুন, জনগণ উপকৃত হবে। সেবা নিয়ে জনগণের কাছে যান।
বিদ্যুৎ ভবনে সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, পিডিবি’র চেয়ারম্যান খালেদ মাহমুদ, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইনসহ মন্ত্রণালয়াধীন দপ্তর-অধিদপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।