ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

উত্তরবঙ্গের আট জেলার সমবায়ীদের মতবিনিময় সভা

admin
September 21, 2018 4:24 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর ও গাইবান্ধা জেলার সকল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (ইউসিসিএ)’র ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কর্মচারীদের সমন্বয়ে এক আঞ্চলিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ ২১শে সেপ্টেম্বর, শুক্রবার বেলা ১১ঘটিকায় পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সস্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের মাননীয় সভাপতি জনাব মোঃ ইসরাফিল আলম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সস্মানিত সহ-সভাপতি জনাব খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল ও সস্মানিত উপদেষ্টা জনাব মোঃ নূরুল ইসলাম চৌধুরী।

সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন (নির্বাচনী এলাকা-১)-এর সস্মানিত পরিচালক জনাব মোঃ শামছুল হক সরকার।

উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউসিসিএ কর্মচারী ইউনিয়নের সভাপতি জনাব মোঃ দুলাল মিয়া ও সাধারন সম্পাদক সেক ফেরদাউস এর নের্তৃত্বে কেন্দ্রীয় কমিটির নের্তৃবৃন্দ।

এ ছাড়াও পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর ও গাইবান্ধা জেলার সকল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (ইউসিসিএ)’র ব্যবস্থাপনা কমিটির সভাপতিগণ ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/