ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

উচ্চশিক্ষিত ভারতীয়রা যুক্তরাষ্ট্রে ও কানাডার নাগরিকত্ব সবচেয়ে বেশি গ্রহণ করেছে

Link Copied!

ভারতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাখিল করা প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে যে, ২০১৮ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জুন পর্যন্ত প্রায় ৮ লাখ ৪০ হাজার মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়ে বিদেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। পৃথিবীর মোট ১১৪টি দেশ ভারতীয়দের গন্তব্য হলেও যুক্তরাষ্ট্র ও কানাডা তাদের প্রধান আকর্ষণ। এরপরই রয়েছে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের। নিউজিল্যান্ডেও এই সময়ে থিতু হয়েছেন প্রায় ২৩ হাজার ভারতীয়। উচ্চশিক্ষিত ভারতীয়দের কাছে বসবাসযোগ্য দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ও কানাডা প্রাধান্যই বেশি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও কানাডায় যাওয়া মানুষের সংখ্যা মোট হিসাবের ৫৮ শতাংশ।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য থেকে দেখা যাচ্ছে, প্রতিবছর প্রায় সোয়া লাখ থেকে দেড় লাখ ভারতীয় দেশের নাগরিকত্ব ছাড়ছেন। সাম্প্রতিক কালে সবচেয়ে বেশি ভারতীয় দেশত্যাগ করেছেন ২০২২ সালে—২ লাখ ২৫ হাজার ৬২০ জন। ২০১১ সালে থেকে দেওয়া সরকারি হিসাবে দেখা যাচ্ছে, পছন্দের দেশের তালিকায় জার্মানি, ইতালি, সিঙ্গাপুর, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, সুইডেন, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত যেমন আছে, তেমনই রয়েছে মালয়েশিয়া, ইসরায়েল, এমনকি চীনও।

কেন ফি বছর এত ভারতীয় দেশত্যাগী হচ্ছেন, নরেন্দ্র মোদির ‘নতুন ভারত’ও কেন নাগরিকদের ধরে রাখতে পারছে না, সে প্রশ্নের কোনো ব্যাখ্যা এই প্রতিবেদনে অবশ্য নেই। তবে বেসরকারি মতে, বিদেশের আকর্ষণের কারণ একাধিক। উন্নত জীবনযাত্রা, শিক্ষা, চাকরির সুযোগ-সুবিধা, উপযুক্ত স্বাস্থ্য পরিষেবাসহ সামাজিক নিরাপত্তা এবং বৈষম্যহীন আইনের শাসন যুব সম্প্রদায়কে আকর্ষণ করছে।

http://www.anandalokfoundation.com/