13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঈদে ৫ দিন করে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার ছুটি ২ দিনের প্রস্তাব

পিআইডি
October 17, 2024 11:09 am
Link Copied!

আগামী বছর থেকে দুই ঈদ এবং দুর্গাপূজার ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। দুই ঈদে পাঁচ দিন করে এবং সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার ছুটি দুই দিন করার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠেয় উপদেষ্টা পরিষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই প্রস্তাব বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় উপস্থাপন হতে পারে। যেখানে ঈদুল ফিতর ও ঈদুল আজহায় পাঁচ দিন (ঈদের দিন ছাড়াও আগে-পরে দু’দিন করে) এবং পূজার ছুটি দুইদিন করা হতে পারে।

বর্তমানে দুই ঈদে তিন দিন করে এবং পূজায় ছুটি একদিন রয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে ঈদের ছুটি বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। এ ছাড়াও কোনো কোনো বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হয়েছিল।

এদিকে ১৫ আগস্টের ছুটি বাতিল, ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা এবং চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত হতে পারে আজ। এ ছাড়াও উপদেষ্টা পরিষদের সভায় চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত হতে পারে বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে।

উল্লেখ্য, ঈদে মানুষের বাড়ি ফেরার সুবিধার্থে কয়েক বছর ধরে নির্বাহী আদেশে ঈদের ছুটি এক দিন করে বাড়িয়ে আসছে সরকার।

http://www.anandalokfoundation.com/