স্টাফ রিপোর্টারঃ আসন্ন ঈদুল আযহায় দেশের বাইরে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ইতিমধ্যে প্রধানমন্ত্রী সংসদ দেয়া বক্তব্যে দেশবাসীকে আগাম ঈদ শুভেচ্ছাও জানিয়েছেন। তাই প্রধানমন্ত্রী দেশে না থাকার বিষয়টি ইতিমধ্যে চুড়ান্ত হলেও খালেদা জিয়ার বিষয়টি এখনো পুরোপুরি চুড়ান্ত হয়নি। তবে আজ(রবিবার) রাতে চুড়ান্ত হওয়ার কথা রয়েছে।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বলে জানা গেছে। এছাড়াও নিউইয়র্কে অবস্থানকালে ‘কেমন দেখতে চাই পরবর্তী বিশ্ব’ শীর্ষক একটি সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ সম্মেলনে বাংলাদেশকে বিশেষভাবে সম্মান জানানোর কথা। অন্যদিকে তথ্য-প্রযুক্তিসহ মানুষের জীবনমানের উন্নয়নে অপরিসীম ভূমিকার জন্যে শেখ হাসিনাকে একটি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করারও কথা রয়েছে। ২৬ সেপ্টেম্বর এ পুরস্কার হস্তান্তরের কথা।
জানা গেছে, ২৩ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী হোটেল গ্র্যান্ড হায়াতে অবস্থান করবেন। আর ২৪ অথবা ২৫ সেপ্টেম্বর ঈদুল আযহা উদযাপিত হবার কথা। সেই হিসেবে প্রধানমন্ত্রী দেশের বাইরে ঈদ উদযাপনের বিষয়টি নিশ্চিত। অন্যদিকে চিকিৎসার জন্য খালেদা জিয়ার লন্ডন যাওয়ার বিষয়টি নানা কারণে ঝুলে আছে।
তবে দলীয় সূত্রের খবর বলছে, এখন পর্যন্ত ১৫ সেপ্টেম্বর তার লন্ডন যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরও তিনি কখন যাবেন এবং কখন ফিরবেন তা রবিবার রাতে চুড়ান্ত হবে। শেষ পর্যন্ত খালেদা জিয়া লন্ডন গেলেও কতদিনের জন্য সেখানে থাকবেন তা না যায়নি। তবে চিকিৎসা এবং বড় ছেলে তারেক রহমান ও তার পরিবারের সান্নিধ্যে কিছুদিন কাটাবেন বলে জানা গেছে।সেক্ষেত্রে ঈদের পর তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।