রাজধানীর বাস-ট্রেন স্টেশনে ঈদের মতো ভিড় দেখা যাচ্ছে। সরকারের টানা ১০ দিন সাধারণ ছুটি ঘোষণার পর ঢাকা ছাড়ার হিড়িক পড়ে গেছে।
বাস টার্মিনালগুলোতে ও কমলাপুর রেলওয়ে স্টেশন ঈদে বাড়ি ফেরার মতো মানুষের ছোটাছুটি শুরু হয়েছে। টিকিট সংগ্রহ করতে শত শত মানুষ হুমরি খেয়ে পড়ছে।
মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা দেখা গেছে, করোনা আতঙ্কে গণপরিবহন শূন্য হয়ে পড়েছে রাস্তাঘাট। সামাজিক দূরত্ব বজায় রাখতে যে ছুটি ঘোষণা করা হয়েছে তাতে হিতে বিপরীত হওয়ার আশংকা দেখা দিয়েছে। সাধারণ ছুটি পেয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন এবং বাস টার্মিনালের দিকে মানুষ ছুটছেন। সবার গন্তব্য গ্রামের বাড়ি। এক্ষেত্রে ভিড় আর গণপরিবহনের ঠাসা অবস্থা থেকে করোনা পরিস্থিতি আরও অবনতির আশংকা করছেন অনেকে।
গত রাতে বাস কাউন্টার, রেল স্টেশন ও লঞ্চঘাটে ঘরমুখো মানুষের বেশ চাপ দেখা গেছে। ট্রেনে গাদাগাদি করে উঠছে মানুষ। ট্রেনের টিকিট ক্রয় থেকে শুরু করে গ্রামে ফেরা পর্যন্ত অনেক লোকের সংস্পর্শে আসতে হচ্ছে যাত্রীদের। যা করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে।