বিশেষ প্রতিবেদকঃ ঈদের জামাতে যেন কোনোরকম জঙ্গি হামলা না হয় সেজন্য হিন্দু ভলান্টিয়ার ভাইয়েরা পাহারা দেন। আবার পূজার সময় মুসলমানরাও সহায়তা করে এবং পাহারা দেয়। এরকম চমৎকার পরিবেশ বোধ হয় পৃথিবীর খুব কম দেশেই পাওয়া যাবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিকেলে গণভবনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ভাষণে একথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশে যে যার ধর্ম সে শান্তিতে পালন করবে। একমাত্র আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখনই দেশে আমরা সেরকম পরিবেশ রাখতে সমর্থ হই। সবাই উৎসবে সমানভাবে শরিক হয়। এটাই আমাদের দেশের কালচার ও নিয়ম।
তিনি বলেন, সব ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করবে এবং যে স্লোগানটা আমরা দিয়েছি ‘উৎসব যার যার ধর্ম সবার’ সেভাবেই আমরা পালন করে যাচ্ছি এবং আশাকরি সেটাই আমরা পালন করে যাব।
প্রধানমন্ত্রী বলেন, দুর্গাপূজার সময় যেন সঠিক নিরাপত্তার ব্যবস্থা হয় ইতোমধ্যেই সে ধরনের নির্দেশ আমাদের দেয়া আছে।
২০০১ সালে নির্বাচন পরবর্তী এবং ২০১৩, ১৪ ও ১৫ সালে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও সনাতন ধর্মাবলম্বীদের ওপর অত্যাচারের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমি সংখ্যালঘু শব্দটির পক্ষপাতী না। বাংলাদেশের নাগরিক হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান এবং মুসলমান যারাই হোক- সবাই সমান অধিকার নিয়ে বাস করবে। এখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর কোনো প্রশ্নই ওঠে না। সবার সমান অধিকার রয়েছে এবং থাকবে- এটাই আমরা বিশ্বাস করি। আমাদের ধর্ম ইসলামে সব ধর্মের কথাই বলা আছে। আওয়ামী লীগ সবসময়ই আপনাদের পাশে রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, যারা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান অস্বীকার করে তারা বাংলাদেশের স্বাধীনতায় আদৌ বিশ্বাস করে কিনা সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ মার্চ ইয়াহিয়া খান যে ভাষণ দিয়েছিল তাতে আর কারো কথা বলেননি। তিনি বঙ্গবন্ধুর কথাই বলেছেন। বঙ্গবন্ধুকেই দোষারোপ করেছেন।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে প্রহসনমূলক বিচার করে ফাঁসির রায় সই পর্যন্ত করেছিলেন। কই? ইয়াহিয়া খান তো জিয়াউর রহমানকে চাকরিচ্যুত করেননি বা তার কথা বলেননি, অন্য কারো কথাও বলে যাননি। শুধু একজনের কথা বলেছেন, বঙ্গবন্ধুর কথা। তাঁকেই বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ পালিত, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডিএন চট্টোপাধ্যায়, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি রমেশ ঘোষ এবং জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন তালুকদার।
এর আগে জন্মাষ্টমী উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর পূজা উদযাপন পরিষদ নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।