13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ইসরাফিল আলম এম পি বাঁশিতে ফু’দিলে কেউ আর ঘরে থাকতে পারেনা

admin
September 11, 2017 4:47 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  হ্যামিলিয়নের বাঁশিওয়ালা বাঁশি বাজালে যেমন ইঁদুর বেড়িয়ে আসে গর্ত থেকে,  ঠিক ইসরাফিল আলম এম পি বাঁশিতে ফু’দিলে কেউ আর ঘরে থাকতে পারেনা, সবাই ছুটে আসে তার ভালবাসার টানে। এমন প্রতিক্রিয়া জানালেন জননেতা, জনপ্রিয়-প্রাণপ্রিয় নেতার সমর্থক বৃন্দ।

গতকাল রাণীনগর আত্রাই এর শান্তির অগ্রদূত উন্নয়নের কর্মবীর জননেতা জনাব মোঃ ইসরাফিল আলম এমপি মহোদয় এর সমর্থনে প্রায় ১২০০ মটর সাইকেলের রালীতে উপস্থিত জনগন এধরনের বক্তব্য তুলে ধরেন।

বক্তারা বলেন, রক্তাক্ত জনপদের মৃত্যুর উপতাক্যায় সন্ত্রাসের জনপদে শান্তির দূত শান্তি প্রতিষ্ঠার অগ্রনায়ক জননেতা জনাব মোঃ ইসরাফিল আলম এম পি বাংলাদেশের আর দশটা এম পি,র চাইতে সম্পূর্ণ আলাদা বিষয়।

প্রাণপ্রিয় নেতাকে শান্তির দূত উল্লেখ করে বলেন, আপনাকে আজীবন থাকতে হবে নির্যাতিত নিপীড়িত আত্রাই রানীনগরের দুখী মানুষের আশা আলো হয়ে। কারন আপনি ছাড়া আত্রাই রানীনগরের মানুষ অচল,অথর্ব। আপনার যোগ্য নেতৃত্বের কারনে আমরা আজ বাংলাদেশের মানুষের কাছে মাথা উঁচু করে কথা বলতে পারি। গৌরবের সাথে বলতে পারি আমরা আত্রাই রানীনগর এর মানুষ। ধন্যবাদ হে শান্তির অগ্রদূত।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সাড়ে আট বছর পরেও একজন সংসদ সদস্য এত জনপ্রিয়তা ধরে রাখতে পারে, সাধারন মানুষের ব্যাপক জনগোষ্ঠীর হৃদয়ে আস্থা বিশ্বাস এবং ভালবাসার ছায়ায় অবস্থান করতে পারে তার তুলনা একমাত্র  ইসরাফিল আলম এম পি।

http://www.anandalokfoundation.com/