14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ইবির বাস চলাচলে ছাত্রলীগের বাধা

admin
May 28, 2016 11:20 am
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কুষ্টিয়ার শিক্ষার্থীদের বহনকারী বাস চলাচলে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কুষ্টিয়ার কাস্টম মোড় থেকে ক্যাম্পাসে আসা বাসগুলো প্রায় আধা ঘণ্টা আটকে রাখেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান মিজুর অনুসারীরা।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় কাস্টম মোড় থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে বাসগুলো ছাড়ার কথা ছিল। বাধা দেওয়ায় প্রায় আধা ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের সহায়তায় বাসগুলো ক্যাম্পাসে আসে।

আজ  কুষ্টিয়ার একটি কর্মসূচিতে যাওয়ার জন্য ছাত্রলীগ নেতারা একাধিক বাস দাবি করেছিল।

পরিবহন প্রশাসক অধ্যাপক ড. সাইদুর রহমান বলেন, ‘সংগ্রহে পর্যাপ্ত বাস ছিল না। যা ছিল তা চলাচলের অযোগ্য ছিল। তাই আমি তাদের পৃথকভাবে গাড়ির জন্য আবেদন না করে সমন্বয় করতে বলছিলাম। এ জন্য তারা গাড়ি চলাচলে বাধা দেয়। পরে বিষয়টি মীমাংসা করা হয়েছে।’

ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজু বলেন, ‘বহিরাগতদের বাসে ওঠা নিয়ে চালকদের সঙ্গে ঝামেলা হয়। পরে পরিবহন প্রশাসকের নির্দেশে আমি সমস্যা সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করি।’

http://www.anandalokfoundation.com/