14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ইকবাল সোবহানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

admin
February 3, 2017 7:31 am
Link Copied!

রাজশাহী প্রতিবেদকঃ  ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে করা মানহানির মামলা দ্রুত প্রত্যাহার করার দাবি জানিয়েছেন রাজশাহী জেলার সাংবাদিকরা।

গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজশাহী প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে তারা এই দাবি জানান।

ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে অনলাইন মিডিয়া ফোরামের পাশাপাশি রাজনীতিবিদ, সুশীল সমাজ প্রতিনিধি, শিক্ষক, সমাজ উন্নয়নকর্মী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।

মানববন্ধনে সব বক্তা মামলা দ্রুত প্রত্যাহার করার দাবি জানান। এমনকি সংসদে ইকবাল সোবহানের বিরুদ্ধে অপপ্রচারকারী বক্তব্য বাতিল করার জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণও করা হয়।

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) গোলাম সারওয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমানের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য উপস্থাপন করেন- জেলা জাসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, সেক্টরস কমান্ডার ফোরামের রাজশাহী মহানগর সভাপতি শাহজাহান আলী বরজাহান, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের মহানগর সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রবীণ রাজনীতিবীদ জালাল উদ্দিন, রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক শফিউল আলম বুলু, রাজশাহী প্রেসক্লাবের যুগ্মসম্পাদক আসলাম-উদ-দৌলা, অর্থসম্পাদক এসএম আতিক, মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্মসম্পাদক রাশেদ রিপন, সাংবাদিক রফিকুল হাসান ফিরোজ, গণতন্ত্রী পার্টির সদস্য সচিব মহিবুল আরেফিন, সাংবাদিক ইউ আদনান প্রমুখ।

http://www.anandalokfoundation.com/