14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব সেনাবাহিনী গড়ে তোলা উচিত -ইতালির পররাষ্ট্রমন্ত্রী

Link Copied!

ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর উচিত নিজেদের একটি সেনাবাহিনী গড়ে তোলা। যা শান্তিরক্ষী ও সংঘাত ঠেকানোর মতো সমন্বিত দায়িত্ব পালন করবে। তিনি বলেন, আমরা যদি বিশ্বের শান্তিরক্ষী হতে চাই, তাহলে আমাদের একটি ইউরোপীয় সেনাবাহিনী প্রয়োজন।

প্রায় দুই বছর আগে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর ইউরোপীয় প্রতিরক্ষা সহযোগিতা অঞ্চলটির রাজনৈতিক এজেন্ডায় গুরুত্ব পাচ্ছে। তবে এক্ষেত্রে মনোযোগ দেওয়া হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সম্প্রসারণের ওপর। ইইউ দেশ ফিনল্যান্ড গত বছর জোটটিতে যোগদান করেছে এবং সুইডেনও ন্যাটোর সদস্য হওয়ার পথে রয়েছে।

গত বছর সিলভিও বারলুসকনির মৃত্যুর পর ফরজা ইতালিয়া দলের নেতা হন তাজানি। সাক্ষাৎকারে তিনি বলেছেন, ২৭ দেশের ব্লকের বর্তমান নেতৃত্ব কাঠামোর পরিবর্তে একক প্রেসিডেন্সি থাকা উচিত।

ইতালির ক্ষমতাসীন জোট সরকারের অংশ ফরজা পার্টির নেতা তাজানি বলেছেন, তার দলের অগ্রাধিকার তালিকায় রয়েছে প্রতিরক্ষা খাতে ইউরোপীয় সহযোগিতা জোরদার করা। যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও রাশিয়ার মতো শক্তিশালী দেশ বিশ্বে রয়েছে। মধ্যপ্রাচ্য থেকে ইন্দো-প্রশান্ত অঞ্চলে সংকট রয়েছে। ইতালীয়, জার্মান, ফরাসি বা স্লোভেনিয়ার নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা যাবে কেবল যা ইতোমধ্যে বিদ্যমান রয়েছে, আর তা হলো ইউরোপীয় ইউনিয়ন। একটি কার্যকর ইউরোপীয় পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠার জন্য এটি একটি মৌলিক পূর্ব শর্ত।

http://www.anandalokfoundation.com/