ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে সাবেক এক ইউপি সদস্যকে ফেন্সিডিল সহ আটক করেছে পুলিশ।
জানা গেছে, ২৫ ডিসেম্বর গভীর রাতে ধামইরহাট থানার ওসি শামীম হাসান সরদারের নেতৃত্বে এস.আই শাহজাহান আলমসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের প্রেক্ষিতে উপজেলার মানুষ সুন্দরী মোড় এলাকার জনৈক মজ্জেমের বাড়ীর পার্শ্বে পাকারাস্তা সংলগ্ন বাদাল চাঁনপুরের মাঠে ৪৭ বোতলসহ ধুরইল গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ও ইসবপুর ইউপির ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার আহসান হাবীব বাবু (৪০)কে আটক করা হয়।
অপরদিকে ২৪ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার জগদল বিহার এলাকার আম বাগান থেকে মৃত আব্বাস আলীর ছেলে ওবায়দুল ইসলাম (২৮) কে ১২ বোতল ফেন্সিডিলসহ আটক করে পুলিশ। আটককৃত পৃথক দুটি মামলায় কোর্টে প্রেরণ করা হয়েছে।