ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

৯২ বছর বয়সে নিয়মিত সেবা দিচ্ছেন ইউপি চেয়ারম্যান হামিদ

Rai Kishori
May 14, 2020 6:45 pm
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ৯২ বছর বয়সে নিয়মিত মানুষের সেবা দিয়ে যাচ্ছেন ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান হামিদ মোল্যা।

করোনা ভাইরাসের মধ্যেও থেমে নেই তিনি। পিপিই, মাক্স ও হ্যান্ড-গ্লোবস ব্যবহার করে নিয়মিত ইউনিয়ন পরিষদে গিয়ে অফিস করছেন। বয়সের ভারে চলাফেরা করতে যাতে কোন অসুবিধা না হয় সেজন্য লাঠি হাতে রাখেন সব সময়। বৃদ্ধ বয়সে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। হাবিবুর রহমান হামিদ চেয়ারম্যান এ প্রতিবেদককে বলেন, ইউনিয়নবাসী জন-প্রতিনিধি বানিয়েছেন তাদের সেবা করার জন্য। তাই যতদিন বেঁচে থাকবো ততদিন ইউনিয়নবাসীর সেবা করে যাবো -ইনশাল্লাহ।

জানা যায়, ১৯২৯ ইং সালে ফরিদপুরের সাবেক নগরকান্দা ও বর্তমান সালথা থানার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন হাবিবুর রহমান হামিদ মোল্যা। তাঁর বাবার নাম মোঃ কোরেশ মোল্যা। তিনি ১৯৫২ ইং সালে স্কুল জীবনে ছাত্র রাজনীতি শুরু করেন।

এরপর দীর্ঘদিন তিনি সাবেক নগরকান্দা উপজেলা কৃষকলীগের সভাপতি ছিলেন। ১৯৭৪ ইং সালে মাঝারদিয়া ইউনিয়ন পরিষদে প্রথমবারের মতো তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৮৮ ইং সালে ২য়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। তৃতীয়বারের মতো ২০১৬ ইং সালে বৃদ্ধ বয়সে বিপুল ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

এছাড়াও আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকায় গত উপজেলা সম্মেলনে তিনি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়ে দলের দায়িত্ব পালন করে আসছেন।

http://www.anandalokfoundation.com/