13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেন রাশিয়ার কাছ থেকে গ্যাস কিনবে না

admin
November 27, 2015 10:14 pm
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে ইউক্রেন প্রায় তিন দশকের দ্বন্দ্বের পর  রাশিয়ার কাছ থেকে গ্যাস আমদানি বন্ধের ঘোষণা দিয়েছে। তবে অগ্রিম অর্থ পরিশোধ না করায় দেশটিতে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে রুশ রাষ্ট্রায়ত্ত জ্বালানিখাতে প্রতিষ্ঠান-গ্যাজপ্রম।

অন্যদিকে, টার্কিশ গোলার আঘাতে রুশ বিমান ভূপাতিতের ঘটনায় তুরস্কের সাথে অর্থনৈতিক সহযোগিতা বাতিল করেছে রাশিয়া। তবে এতে রাশিয়া থেকে তুরস্কে গ্যাসের সরবরাহ নিয়ে অনিশ্চয়তার আশঙ্কা নেই বলেই মনে করছে দেশটির সরকার।

বিশ্বের ৩০টিরও বেশি দেশে গ্যাস রপ্তানি করছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান- গ্যাজপ্রম। ইউরোপের অধিকাংশ দেশের ৮০ শতাংশ গ্যাসের চাহিদা মিটছে গ্যাজপ্রম থেকেই। ইউক্রেন হয়ে পাইপলাইনের মাধ্যমে ইউরোপের অন্যান্য দেশে সরবরাহ করে থাকে প্রতিষ্ঠানটি। সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে যাওয়ার পর নব্বইয়ের দশক থেকেই এই পাইপলাইনের ট্রানজিট ফি ও গ্যাসের দাম নিয়ে দ্বন্দ্ব বাঁধে দেশ দুটির।

আর গত বছরের শুরুতে ক্রিমিয়া ইস্যুকে কেন্দ্র করে সেই সংঘাত আরও ঘনীভূত হয়ে ওঠে। ইউক্রেনে ক্রেমলিনপন্থী সরকারের পতন ও পশ্চিমা সমর্থক সরকার ক্ষমতায় আসার পর গ্যাসের রপ্তানি মূল্য এক তৃতীয়াংশ বাড়ানোর ঘোষণা দেয় রাশিয়া। এতে করে প্রতি হাজার কিউবিক মিটার গ্যাসের দাম ২৮৫ দশমিক ৫ মার্কিন ডলার থেকে বেড়ে দাঁড়ায় ৩৮৫ দশমিক ৫ মার্কিন ডলারে। চলতি বছরে বাড়তি মূল্য নিয়ে আর্থিক লেনদেন জটিলতায় কয়েক দফায় ইউক্রেনে গ্যাস সরবরাহ বন্ধের হুঁশিয়ারিও দেয় রুশ প্রতিষ্ঠানটি। এমন পরিস্থিতিতে রাশিয়ার কাছ থেকে গ্যাস কেনা বন্ধের ঘোষণা দিল ইউক্রেন।

ইউক্রেনের প্রধানমন্ত্রী আরসেনি ইয়াৎসেনিউক বলেন, ‘গ্যাজপ্রমের কাছ থেকে গ্যাস কেনা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে নাফতোগ্যাজকে। এমনটা নয় যে- রাশিয়া আমাদের গ্যাস সরবরাহ বন্ধ করেছে বরং আমরাই গ্যাস কিনবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। আর চাহিদা মেটানোর জন্য ইউরোপের অন্যান্য দেশের কাছ থেকে আরো কম দামে গ্যাস নেয়া সম্ভব হবে বলে আমরা মনে করছি।’

অর্থ পরিশোধ না করায় ইউক্রেনে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে বলে দাবি করেছে গ্যাজপ্রম। নতুন করে গ্যাস নিতে হলে ইউক্রেনকে অগ্রিম অর্থ দিতে হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে, তুরস্কের আকাশসীমায় গোলার আঘাতে রুশ বিমান বিধ্বস্তের ঘটনার জেরে দেশটিতে পণ্য রপ্তানি বন্ধ ও অর্থনৈতিক সহযোগিতা বাতিলের ঘোষণা দিয়েছে রাশিয়া। তবে এতে তুরস্কে গ্যাস সরবরাহ বন্ধের শঙ্কা নেই বলেই মনে করছেন দেশটির জ্বালানি মন্ত্রী বিরাত আলবেরাক।

তিনি বলেন, ‘রাশিয়ার সাথে তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ সুদীর্ঘ অধ্যায় রয়েছে। ফলে রাশিয়া থেকে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে চট করেই কোনো নেতিবাচক সিদ্ধান্ত আসবে না বলেই আমি মনে করি।’

প্রতি বছরে রাশিয়া থেকে প্রায় ৩০ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস কেনে আঙ্কারা। গ্যাস ছাড়াও তেল ও তেলজাত পণ্য রাশিয়া থেকে আমদানি করে থাকে তুরস্ক।

http://www.anandalokfoundation.com/