14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেন ন্যাটোতে অন্তর্ভুক্ত হলে তার ফল হবে তৃতীয় বিশ্বযুদ্ধ -রাশিয়া

ডেস্ক
October 13, 2022 6:20 pm
Link Copied!

ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার ভূখণ্ডের অন্তর্ভুক্ত করা নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরেই দ্রুত ন্যাটোর সদস্য হওয়ার কথা ঘোষণা করেছেন জ়েলেনস্কি। এবার আবার তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিল রুশ প্রশাসন। ইউক্রেন ন্যাটোতে অন্তর্ভুক্ত হলে তার ফল হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। বলেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি আলেকজান্ডার ভেনেডিকতোভ।

আজ বৃহস্পতিবার রাশিয়ার জাতীয় সংবাদ সংস্থা টাস নিউজ় (TASS news) এসব কথা বলেন তিনি।

রাশিয়ার সংবাদ সংস্থা ভেনেডিকতোভকে উদ্ধৃত করে জানিয়েছে, ‘কিয়েভ অবগত যে এই ধরনের পদক্ষেপে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোতে পারে পরিস্থিতি।’ তাঁর আরও সংযোজন, ‘আপাততভাবে তারা সেটারই অপেক্ষা করছে। ভুল তথ্য দিয়ে তারা নিজেদের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চায়।’ তিনি আরও বলেছেন, ইউক্রেনকে সাহায্য করে পশ্চিমি দেশগুলিও ইঙ্গিত দিয়েছে যে তারা সংঘাতের পক্ষে। প্রসঙ্গত, সম্প্রতি ইউক্রেনের চারটি অঞ্চলকে নিজেদের ভূখণ্ডের অন্তর্ভুক্ত করা নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তাঁর এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে পশ্চিমি দেশগুলি।

এদিকে রাশিয়ার এই ঘোষণার পরেই আরও দ্রুত ন্যাটোর সদস্য হওয়ার কথা ঘোষণা করেছেন জ়েলেনস্কি। সেপ্টেম্বরের শেষেই ন্যাটোয় সদস্যপদ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। তারপরই রাশিয়ার তরফে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে রাশিয়া-ইউক্রেনের দ্বন্দ্বের মূল কারণও ছিল ইউক্রেনের ন্যাটোয় অন্তর্ভুক্তির আগ্রহ। সেই দিকে আরেক ধাপ পা বাড়ানোর ইঙ্গিত দিতেই ফের ফোঁস করে উঠেছে রাশিয়া।

সম্প্রতি ইউক্রেনের উপর একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সেই হামলায় প্রাণ গিয়েছে বহু সাধারণ নাগরিকের। কিন্তু শুধুমাত্র ক্ষেপণাস্ত্র হামলাতেই থেমে থাকল না বিষয়টি।

http://www.anandalokfoundation.com/