ডেস্ক রিপোর্টঃ ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ ত্যাগ করলে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির ক্ষেত্রে ব্রিটেনকে আরো ৫ থেকে ১০ বছর অপেক্ষা করতে হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
সম্প্রতি ব্রিটেন সফরের সময় সংবাদ সংস্থা বিবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ইইউ’র সদস্যপদ ত্যাগ করলে ব্রিটেনের প্রতিযোগী আরো বাড়বে।
যুক্তরাষ্ট্রের সাথে যত দ্রুত ইইউ আলোচনা শেষ করতে পারবে, ব্রিটেনের পক্ষে তা সম্ভব হবে না বলেও মনে করেন তিনি। তবে ইউরোপীয় ইউনিয়নের সাথে বাণিজ্যিক চুক্তি নিয়ে বেশ আশাবাদী ওবামা।