ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ সরকার ক্ষমতায় থাকলে সনাতন ধর্মাবলম্বীরা ভালো থাকেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

admin
August 14, 2017 9:05 pm
Link Copied!

নিজম্ব প্রতিবেদকঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে সনাতন ধর্মালবম্বীরা ভালো থাকেন। মন্দির, গীর্জা উপশানালয়গুলোর উন্নয়ন হয়। আর বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকলে হয় লুটপাট আর দুর্নীতি। তাই আগামী নির্বাচনে আপনারা কাকে ভোট দিয়ে সরকার গঠনে রায় দেবেন সেটা আপনাদেরকেই ভাবতে হবে।’

সোমবার (১৪ আগস্ট) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলা পুজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত জন্মাষ্টমী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দাঙ্গা, হাঙ্গামা থেকে দেশ মুক্ত থাকে। তাই দেশকে শান্তিময় হিসেবে গড়ে তুলতে কাকে সরকার প্রধান বানাবেন সেটা আপনাদের সিদ্ধান্ত নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘সব ধর্মের বসবাস উপযোগী দেশ বাংলাদেশ। আর এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকারের কারণে। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বঙ্গবন্ধুর আদর্শ রয়েছে। আছে জাতীর পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার আশির্বাদ। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই কাজটি বাস্তবে রুপ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

বর্তমান সরকারের উন্নয়নের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘বর্তমান সরকারের সময় শুধু হিন্দু ধর্মের লোকজনের প্রতিষ্ঠানেরই উন্নয়ন হয়েছে এমনটা নয়, সারা বাংলাদেশের রাস্তা-ঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল কলেজ সবক্ষেত্রেই আওয়ামী লীগের উন্নয়ন হয়েছে। তাই আগামী নির্বাচনে আপনারা ভুল সিদ্ধান্ত নিলে আপনাদের উন্নয়ন হবে নাকি বাধাগ্রস্ত হবে, সেটা বিবেচনা করে আপনারা আপনাদের মুল্যবান রায়টি দেবেন।’

রাজশাহী জেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বাবু ব্রজহরি দাশের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু অসিত কুমার ঘোষ।

http://www.anandalokfoundation.com/