ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আসুসের নতুন ট্রান্সফরমার বুক ষষ্ঠ প্রজন্মের বাজারে

admin
December 5, 2015 4:48 pm
Link Copied!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আসুস ব্র্যান্ডের টিপি৩০০ইউএ মডেলের নতুন ট্রান্সফরমার বুক দেশের বাজারে এসেছে। এর ১৩.৩ ইঞ্চি এইচডি এলইডি টাচস্ক্রিন ডিসপ্লে ৩৬০ডিগ্রিতে আবর্তিত করা যায়।

২.৩০ গিগাহার্জ গতিসম্পন্ন ও ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোর আই-ফাইভ প্রসেসর সমৃদ্ধ এই ল্যাপটপটিতে রয়েছে ৮ গিগাবাইট ডিডিআর-থ্রি র‌্যাম, ১ টেরাবাইট এইচডিডি হার্ডডিস্ক।

রোটেটিং টাচস্ক্রিন সুবিধার কারণে ল্যাপটপটি যে কোনো মোডে ব্যবহার করা যায়। রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, এইচডি ৭২০পিক্সেল ওয়েবক্যাম সুবিধা। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত এই ল্যাপটপটিতে ব্যবহৃত হয়েছে পলিমার ব্যাটারি যা অধিক সময় ব্যাকআপ দিয়ে থাকে।

৬৯ হাজার টাকা মূল্যের আসুসের টিপি৩০০ইউএ মডেলের ট্রান্সফরমার বুক বাজারে নিয়ে এসেছে দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড।

http://www.anandalokfoundation.com/