14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আসন্ন রমজানকে সামনে রেখে পণ্যের মজুদ বাড়াচ্ছে বাণিজ্যিক সংস্থা-টিসিবি

ডেস্ক
January 14, 2025 9:35 am
Link Copied!

আসন্ন রমজানকে সামনে রেখে পণ্যের মজুদ বাড়াচ্ছে, সরকারি বাণিজ্যিক সংস্থা-টিসিবি। এজন্য সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ে দরপত্র আহ্বান করা হয়েছে।

গত রমজানে সময় খেজুরের মান নিয়ে প্রশ্ন উঠে। ভোক্তা পর্যায়ে অসন্তুষ্টি দেখা দেয়। এবার স্বল্প মূল্যে ভালো মানের খেজুর বিক্রি মিলবে বলে আশা করছেন ডিলার ও ভোক্তারা।

এ বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ন কবির জানান, এবারও রমজানে ডাল, তেল, চিনির সাথে ভোক্তা পর্যায়ে বিক্রি হবে খেজুর ও ছোলা। ফেব্রুয়ারি মাস থেকে এই কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, টিসিবি কোনো পণ্য আমদানি করলে সেটা প্রি-শিপমেন্ট ইন্সপেকশন হয়। ওই দেশের টেস্টিং কোম্পানির সার্টিফিকেট ছাড়া পণ্য আনা হয় না। কোনো নিম্নমানের পণ্য বিদেশি কোনো দেশ ছাড়করণের অনুমতি দেয় না বলেও জানান তিনি।

২০ হাজার টন মসুর ডাল, ২ কোটি লিটার ভোজ্য তেল, ১০ হাজার টন চিনির পাশাপাশি রমজান মাসে ১০ হাজার টন ছোলা ও দেড় হাজার টন খেজুর ভর্তুকি মূল্যে বিক্রি করবে, টিসিবি। সারাদেশে টিসিবির ডিলার আছে ৮ হাজার ২৫০ জন।

http://www.anandalokfoundation.com/