গোপাল কুমার, আশাশুনি ব্যুরো ঃ আশাশুনিতে শারদীয়া দূর্গোৎসব উপলক্ষ্যে পুজা উদযাপন পরিষদের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে উপজেলা বিআরডিবি মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য’র পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ গোলাম রহমান, ওসি (তদন্ত) জিয়াউর রহমান, এমপি প্রতিনিধি শুম্ভুজিৎ মন্ডল, জেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সাংবাদিক অসীম চক্রবর্তী, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা রাজ্যেশ্বর দাস, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (কম) কুমুদ রঞ্জন দেবনাথ, আনছার ভিডিপি কর্মকর্তা সুজন মিত্র, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন, শাহনেওয়াজ ডালিম, দীপংকর কুমার সরকার, পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক হিরুলাল বিশ্বাস, কিশোরী মোহন বৈদ্য, শংকর কুমার মন্ডল, অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, পরিমল কুমার মন্ডল, মনিমোহন মন্ডল, সঞ্জয় রায় সহ উপজেলা ১১টি ইউনিয়নের সভাপতি সম্পাদক সহ উপজেলা পুজা উদযাপন পরিষদের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।
মতবিনিময় সভায় উপজেলার ১০১টি পুজা মন্ডপের স্বেচ্ছা সেবক কমিটি গঠন, বিদ্যুৎ সরবারাহ নিশ্চিত করণ, ঝুকিপুর্ণ ও সাধারণ উভয়ই পুজা মন্ডপকে আইনশৃংখলার ক্ষেত্রে একই ভাবে নজরদারীতে রাখা, সরকারি নিয়মনীতি মেনে প্রতিমা বিসর্জন নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয় আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। আইনশৃংখলার কোন অবনতী ঘটলে তাৎক্ষনিকভাবে উপজেলা আইনশৃংখলার দায়িত্বে নিয়োজিত ওসি (তদন্ত) জিয়াউর রহমানের সাথে ০১৭৯৪-৪৪৬১৩৬নং মোবাইলে যোগাযোগ করার জন্য আহবান জানানো হয়।