ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে মুক্তিযোদ্ধাদের পুনঃযাচাই বাছাই শুরু

Rai Kishori
July 16, 2019 10:11 pm
Link Copied!

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা ঃ আশাশুনি উপজেলায় ২০১৭ সালে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছিল।

মঙ্গলবার (১৬ জুলাই) যাচাই বাছাই কমিটি কর্তৃক যাচিত “ক” গ্রুপের প্রতিবেদনভুক্তদের পুনঃ যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলার ১১ ইউনিয়নের “ক” প্রতিবেদনভুক্ত ১৮৪ জনকে পুনঃ যাচাই বাছাই এর জন্য ১৬ জুলাই হতে ২৩ জুলাই পর্যন্ত দিন ধার্য করা হয়েছিল। এ তফশীল অনুযায়ী মঙ্গলবার সকাল ৯.৩০ হতে দুপুর ১২ টা এবং দুপুর ২.৩০ হতে বিকাল ৫ টা পর্যন্ত পুনঃ যাচাই বাছাই করা হয়। এসময় শোভনালী ইউনিয়নের ২ জন, কুল্যার ১১ জন, বুধহাটার ৩ জন, দরগাহপুরের ২০ জন মোট ৩৬ জনকে যাচাই বাছাই করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই কার্যক্রমে সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর। সদস্য সচিবের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।

যাচাই কমিটির সদস্য হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ। ভারতীয় লাল তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধাগণ যাচাই কাজে সহযোগিতা প্রদান করেন। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ১ম দিন ৩৬ জন মুক্তিযোদ্ধা আবেদনকারী ও তাদের স্বাক্ষীগণ উপস্থিত হয়ে স্বাক্ষ্য ও প্রমানাদি উপস্থানে অংশ নেন।

১৭ জুলাই আশাশুনি সদরের ১৫ জন ও শ্রীউলার ১৯ জন মোট ৩৪ জনকে, ১৮ জুলাই খাজরার ৪৩ জনকে, ২২ জুলাই বড়দলের ৪৬ জনকে এবং ২৩ জুলাই আনুলিয়ার ৪ জন, প্রতাপনগরের ৬ জন ও কাদাকাটি ইউনিয়নের ১৫ জন মোট ২৫ জনকে যাচাই বাছাই করা হবে। ঘোষিত তফশীল অনুযায়ী নির্দিষ্ট দিন ও সময়ে সংশ্লিষ্ট যাচাইযোগ্য বীরমুক্তিযোদ্ধাগণকে উপস্থিত থাকতে এবং ভারতীয় লাল তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধাগণ যাচাই কাজে সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

http://www.anandalokfoundation.com/