আশাশুনি ব্যুরো : আশাশুনিতে বিশ্ব জনসংখ্যা দিবস’১৮ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার’ প্রতিপাদ্য বিষয় বুধবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীন।
সভায় শুরুতে পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম স্বাগত বক্তব্য রাখেন। দিবসটির এ বিষয়ের উপর বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ অরুন ব্যানার্জী, মেডিকেল অফিসার ডাঃ মৃত্যুঞ্জয় সরকার, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপঙ্কর সরকার, প্রেসক্লাবের সভাপতি জিএম মুজিবুর রহমান, প্রাক্তন শিক্ষক একেএম ইমদাদুল হক, কৃষকলীগের সভাপতি স,ম সেলিম রেজা সেলিম প্রমুখ।
শ্রেষ্ঠ পরিবার কল্যান পরিদর্শক অন্তরা আফরোজ, উপসহকারি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার এসএম শাহরিয়ার কবীর কল্লোল, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র শ্রীউলা, পরিবার কল্যান পরিদর্শক আব্দুল্যাহ আল কাফী, ইউনিয়ন পরিষদ কাদাকাটি, পরিবার কল্যান সহকারি নাসিমা খাতুন কে ক্রেষ্ট, সনদপত্র ও প্রত্যেককে ৩টি করে গাছের চারা পুরস্কৃত করা হয়।