13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আশরাফকে বিএনপির ধন্যবাদ

admin
September 22, 2016 2:24 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: বিএনপি নির্বাচন কমিশনসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ‘বিতর্কমুক্ত রাখার’ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দেওয়া বক্তব্যকে স্বাগত জানিয়েছে।

একইসঙ্গে সংকটকে গুরুত্ব দিয়ে সরকার অবিলম্বে বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে তা নিরসনের উদ্যোগ নেবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছে দলটি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এ বিষয়ে কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা কখনই জাতীয় অস্থিরতা পছন্দ করি না। অগ্রগতির জন্য অস্থিরতাকে সময় উপযোগী বলেও মনে করি না।’

‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা সৈয়দ আশরাফ ও তার নেত্রীকে সহযোগিতা করতে চাই। জঙ্গিবাদকে ঠেকানোর জন্য জাতীয় ঐক্য গঠনের জন্য আমরা আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে চেয়েছি। আমাদের নেত্রীও চেয়েছেন। সেই দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করি,’ বলেন বিএনপির এই নেতা।

বৃহস্পতিবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক যৌথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশনসহ সকল সাংবিধানিক ইনস্টিটিউশনকে বিতর্কমুক্ত রাখতে হবে। আমরা যদি সকল প্রতিষ্ঠানকেই বিতর্কিত করি তাহলে গণতন্ত্র থাকবে না, আইন থাকবে না।’

সরকার বিএনপিকে দমন করতে মামলার কৌশল নিয়েছে অভিযোগ করে দলটির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বিরোধীদল নিশ্চিহ্ন করার অপকৌশলে তড়িঘড়ি করে বিভিন্ন মামলায় বিএনপির মহাসচিবসহ অন্যান্য নেতাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করেছে।’

তিনি বলেন, ‘সরকারের এসব কর্মকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং দুরভিসন্ধিমূলক।’

বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বাড়ি ও জমি বাজেয়াপ্ত হয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রসঙ্গ টেনে শামসুজ্জামান দুদু বলেন, ‘এ মামলায় সাদেক হোসেন খোকার অনুপস্থিতিতে রায় দেওয়া হয়েছে। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কালিমা লেপনের হীন উদ্দেশ্যেই এই রাজনৈতিক নগ্নতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে সরকার।’

এ সময় দেশে পরিচালনায় ‘ব্যর্থতার’ দায়ভার নিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করার আহ্ববান জানান বিএনপির এই নেতা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, আবদুল আওয়াল খান, সহতথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল প্রমুখ।

http://www.anandalokfoundation.com/