ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আরব আমিরাতে বাংলাদেশী যুবক খুন

admin
November 5, 2016 12:09 pm
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধিঃ জেলা শহরের ইনাতাবাদ এলাকার জহুর আলী (২৮) নামের এক যুবককে আরব আমিরাতের শারজায় নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

তিনি শহরের ইনাতাবাদ গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও স্বজনরা মাতম করছে।

নিহতের বড় ভাই জনাব আলী জানান, শুক্রবার বেলা ১২টার দিকে তার মৃত্যুর খবর বাড়িতে আসে। তিনি আরো জানান, ১৩ বছর আগে জীবিকার তাগিদে আরব আমিরাতের সারজায় যায় জহুর আলী। কয়েক বছর আগে সে দেশে এসে তেঘরিয়া গ্রামের সফিক মিয়ার কন্যা ফাহিমা আক্তারকে বিয়ে করে। তাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে।

জহুর আলী শারজা শহরের একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করতো। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাসা থেকে বের হয়ে আর ফিরেননি। তার মোবাইল ফোনটিও তখন বন্ধ পাওয়া যায়।

শুক্রবার সকালে বাসা থেকে দুই কিলোমিটার দূরে একটি নির্জন স্থানে জহুর আলীর লাশ পাওয়া যায় বলে তার পরিবারকে জানায় সহকর্মীরা। আরব আমিরাতের পুলিশ লাশটি উদ্ধার করে শারজা মেডিক্যালে নিয়ে যায়। স্থানীয় পুলিশ এই খুনের তদন্ত করছে।

হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, শারজায় হবিগঞ্জের যুবকের মৃত্যুর কথা তিনি শুনেছেন।

http://www.anandalokfoundation.com/