13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আব্দুর রহমান এমপিকে সংবর্ধনা উপলক্ষে মধুখালীতে সর্বদলীয় প্রস্তুতি সভা

admin
November 3, 2016 3:28 pm
Link Copied!

মধুখালী  প্রতিনিধিঃ ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য জনাব আব্দুর রহমান এমপিকে সংবর্ধনা উপলক্ষে মধুখালীতে সর্বদলীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় ফরিদপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক  মো. আব্দুর রহমানকে সংবর্ধনা উপলক্ষে মধুখালী সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু ,ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য মনোজ সাহা, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, ওয়ার্কার্স পাটির উপজেলা সম্পাদক আবু সাঈদ মিয়া, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়, মধুখালী প্রেসক্লাবের সভাপতি কাজল বসু , এ, কে, এম ইলিয়াস সিদ্দিকী, উপজেলা মাসিককপের সভাপতি রবীন্দ্র নাথ গুহ, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মধুখালী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, আনসার ভিপির কর্মকর্তা যামিনী সিংহ রায়, রিক্সা শ্রমিক লীগের রুহল আমিন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস মিয়া, অ্যাড. আলিউজ্জামান খোকন, শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান বাবলু মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ এটিএম মাসউদ, শ্রম সম্পাদক নজরুল ইসলাম পাঁচু, পৌর কাউন্সিলর আব্বাস হোসেন, আনিসুর রহমান লিটন, ওয়ার্কার্স পার্টির নেতা মো. নজরুল ইসলাম, প্রমুখ।

উল্লেখ গত ২২ও ২৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে ফরিদপুর-১ আসনের এমপি মো. আব্দুর রহমান যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আগামী ১২ নভেম্বর উপজেলা আওয়ামীলীগ ও নাগরিক কমিটির এক বিশাল সংবর্ধনা প্রদান করবেন।

http://www.anandalokfoundation.com/