ধামরাইয় প্ঢারতিনিধিঃ ধামরাইয়ে ১৬ নং নান্নার ইউনিয়নে,স্থাপিত ২০১৫ খ্রিস্টাব্দ। এখানে প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ডে-কেয়ার ও নাইন কেয়ার শিক্ষা প্রদান করা হয় । শিক্ষা মানুষের মৌরিক অধিকার ।
একটি জাতির উন্নতির চাবিকাঠি হল শিক্ষা।মেধা ও মননে আধুনিক প্রাগ্রসর একটি সুশিক্ষিত জাতিই একটি দেশকে উন্নতির শিখরে পৌছে দিতে পারে।শিক্ষা মূলত একধরণের মূলধন ,যা ব্যবহার করে মানুষ কাজ করে বা উপার্জন করে।তবে সে শিক্ষা হতে হবে যুগোপযোগী ও আধুনিক । নান্নার একটি বড় ও আধুনিক গ্রাম,কিন্তু সে তুলনায় ভাল ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব প্রকট।তাই আগামী প্রজম্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য পরিচালকমন্ডলী নান্নার গ্রামের প্রাণকেন্দ্রেগড়ে তুলেছে আবদুল হাই ফেরাজী আদর্শ স্কুল।আশা করি আপনার সন্তানকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে আমরা সহ যাত্রী হতে পারব ।