ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় ৬২ জন নিহত

admin
October 19, 2019 12:22 am
Link Copied!

আফগানিস্তানে জুমার নামাজ আদায়ের সময় একটি মসজিদে ভয়াবহ বোমা হামলায় ৬২ জন মুসল্লি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২৪ জন । তবে আহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।

শুক্রবার আফগানিস্তানের পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশের হাকসা মিনা জেলার একটি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটে।

নানগারহার প্রদেশের কাউন্সিলর সোহরাব কাদেরি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘ঘটনাস্থলে উদ্ধারকর্মী প্রেরন করা হয়েছে। মরদেহ বের করা হচ্ছে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগ্যানি আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, মসজিদে নামাজের সময় হটাৎ বিস্ফোরণে মসজিদের ছাদ ভেঙ্গে পড়ে। ফলে নামাজ আদায়কারী মুসল্লিদের রক্তে ভেসে যায় মসজিদ।

তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

http://www.anandalokfoundation.com/