13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আপনার রাশি মিলিয়ে দেখে নিন আজকের রাশিফল

নিউজ ডেস্ক
September 23, 2021 7:49 am
Link Copied!

আজকের রাশিফল থেকে জেনে নিন জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনার আজকের দিনের বিষয়ে। রাশিফল পৃথক পৃথক রাশি ভেদে ভিন্ন ভিন্ন হয়। আপনার রাশি মিলিয়ে দেখে নিন আজকের রাশিফল।

মেষঃ ফাঁকা সময়টা মন্দির বা কোন ধর্মীয় স্থানে কাটাতে পারেন। আর্থিক খাতে বিনিয়োগের পূর্বে সবদিক ভালো করে দেখে নেবেন। আপনার আচরণ সকলকে আনন্দ দেবে। পরিবারের সকলের সঙ্গে সামাজিক খেলাধূলায় অংশ নিন।

বৃষভঃ কর্মক্ষেত্রে বাবার উপদেশ কার্যকরী হবে। বাচ্চারা আপনার পছন্দ মত কাজ না করলে, মাথা গরম করবেন না। নতুন বই কিনে নিজেকে গৃহবন্দী করতে পারনে। নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন।

মিথুনঃ পারিবারিক উত্তেজনার মধ্যে নিজের মনযোগ নষ্ট হতে দেবেন না। অফিস থেকে তাড়াতাড়ি ফিরে ভালো কিছু করুন। কর্মক্ষেত্রে আটকে থাকার কারণে, মানসিক শান্তি নষ্ট হবে। অর্থের গুরুত্ব বুঝে, সঞ্চয়ে মন দিন।

কর্কটঃ পড়াশুনার পরিবর্তে অন্য কাজে মন না দেওয়াই উচিৎ। আপনার আচরণ সকলকে আনন্দ দেবে। আজকের দিনে মানুষের থেকে দূরে থাকুন। বিপদের সময় সঞ্চিত অর্থ কাজে আসবে।

সিংহঃ কাজের অসুবিধার কারণে, ভ্রমণের পরিকল্পনা স্থগিত হয়ে যেতে পারে। আজকের দিনে কিছুটা আরাম করুন। পরিবারের মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার করা ঠিক নয়। ভাই বোনদের ঋণ দিতে গিয়ে, নিজে সমস্যায় পড়বেন।

কন্যাঃ চেয়েও কাজের ফাঁকে কিছুটা বিশ্রাম নিতে পারবেন না। শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করে, আজকের দিনে সমস্যায় পড়বেন। আজকের দিনে কিছুটা বিশ্রামের প্রয়োজন। কাজ শেষে পরিবারের সকলের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাবেন।

তুলাঃ কোন বয়স্ক ব্যক্তি আপনাকে সঠিক পথ দেখাবে। পরিবারের সকলের জন্য আজ একটি সারপ্রাইজ প্ল্যান করতে পারেন। নেওয়া অর্থ আজকের দিনে ফেরত দিতে গিয়ে সমস্যায় পড়বেন।

বৃশ্চিকঃ আজকের দিনে অনেক নতুন বন্ধু তৈরি হবে। মানসিক চিন্তা দূর করে, এমন কাজের সঙ্গে যুক্ত থাকুন। কাজের কারণে কর্মক্ষেত্রে আটকে থাকায়, কিছুটা সময় নষ্ট হবে। ঋণ নেওয়া অর্থ ফেরত দিতে পারায় আর্থিক দিক থেকে স্বচ্ছল থাকবেন।

ধনুঃ যাদের সঙ্গে অল্প দেখা হয়, তাঁদের সঙ্গে আজকের দিনে যোগাযোগ করুন। গর্ভবতী মায়েরা নিজেদের দিকে নজর দিন আজকে। বেশি অর্থ খরচ না করে কিছুটা সঞ্চয় করুন।

মকরঃ কোন বিশেষ বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। আজকের দিনে একটা ভালো ঘুমের প্রয়োজন। মন থেকে খারাপ অনুভূতি দূরে সরিয়ে রাখুন। কোন কাজে পরিবারের সকলের সম্মতি পাবেন।

কুম্ভঃ আপনার কাজকর্মে অসন্তুষ্ট হবে সঙ্গী মানুষটা। ধর্মীয় কাজে যোগ দেওয়ার জন্য আজকের দিন শুভ। বই পড়ে বা গান শুনে সময় কাটাতে পারেন। যারা শুধুমাত্র ঋণ নেওয়ার জন্য আপনার কাছে আসে, তাঁদের থেকে দূরে থাকুন।

মীনঃ বন্ধুদের সঙ্গে একটি সুন্দর সন্ধ্যা কাটাবেন আজ। কাজের চাপে কিছুটা খিটখিটে হয়ে যাবেন। খেলাধূলায় নিযুক্ত থাকুন। কর্মক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা রয়েছে আজ। আজকের দিনে বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভের সুবিধা রয়েছে।

http://www.anandalokfoundation.com/