বিশেষ প্রতিবেদকঃ ‘এই সরকার সমঝোতায় বিশ্বাস করে না। সেই জন্য আন্দোলন ছাড়া অন্য কোন বিকল্প নাই।’ তাই আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনে বাধ্য করা হবে। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মওদুদ আহমেদ। ‘আমাদের সংস্কৃতি ও শহীদ জিয়া’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)।
মওদুদ আহমেদ বলেন, ‘এই সরকারকে বাধ্য করা হবে দেশে একটি নির্দলীয় নিরপেক্ষ একটি সরকারের অধীনে আগামী নির্বাচন করার জন্য।’ তিনি আরো বলেন, ‘আমরা একদলীয় শাসক দেশ দেখতে চাইনা। আমাদের দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। অধিকার ফিরিয়ে আনতে চাই। আমরা আমাদের বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনতে চাই এবং সেটা আনার জন্যই আজকের এই আন্দোলন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের আন্দোলন, নির্বাচনের প্রস্তুতি এবং আন্দোলনর প্রস্তুতি, পাশাপাশি কাজ, একসাথে চলবে।’
মওদুদ আহমেদ বলেন, ‘জনবিস্ফোরণের মাধ্যমে এই আন্দোলন সেই আশা পূরণ করবে বলে আমি মনেকরি। আর একটি সুষ্ঠু নির্বাচন যদি হয়, তাহলে আপনারা এখনই জানেন তার ফলাফল কী হবে। সেই ভয়ে তারা সুষ্ঠ নির্বাচন দিতে চায় না। তারা জানে যে, তারা বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হবে।’