ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দুই ঘণ্টায় ৯ বার ভূমিকম্প

Rai Kishori
April 1, 2019 12:28 pm
Link Copied!

ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দুই ঘণ্টার ব্যবধানে নয়বার ভূমিকম্প অনুভূত হয়েছে। মাঝারি মাত্রার ওই ভূমিকম্পগুলোর মাত্রা ৪ দশমিক ৭ থেকে ৫ দশমিক ২।

ওই ভূমিকম্পগুলোর কেন্দ্রস্থল বা এগুলোর গভীরতা কত ছিল তা তাৎক্ষণিক জানায়নি ভারতের জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র। যদিও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পগুলোর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভারতের জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্রের তথ্য মতে, প্রথম কম্পন অনুভূত হয় আজ সোমবার ভোর ৫টা ১৪ মিনিটে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯। এর কিছুক্ষণ পরই ফের কম্পন অনুভূত হয়। এটির মাত্রা ছিল ৫। শেষ কম্পন অনুভূত হয় সকাল ৬টা ৫৪ মিনিটে। সবশেষ কম্পিত হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২।

এদিকে এতগুলো ভূমিকম্পের ঘটনায় এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ একটি ভূমিকম্প প্রবণ এলাকা। তাই এখানে প্রতিদিনই কম্পন অনুভূত হয়। এমনকি সেখানে দিনে দুই-তিনবার কম্পন হওয়াটাও নাকি স্বাভাবিক ঘটনা।

http://www.anandalokfoundation.com/