ঢাকা

আন্তর্জাতিক যোগ দিবস উদ্‌যাপন করতে ব্রিটেনে যাচ্ছেন রামদেব

admin
June 15, 2018 1:05 pm
Link Copied!

লন্ডন থেকে রূপাঞ্জনা দত্ত: আন্তর্জাতিক যোগ দিবস উদ্‌যাপন করতে ব্রিটেনে যাচ্ছেন যোগগুরু বাবা রামদেব। আগামী ২২ জুন থেকে ব্রিটেনে সফর শুরু করবেন তিনি।

জানা গিয়েছে, ২৩ জুন থেকে লন্ডন, কোভেন্ট্রি এবং গ্লাসগো, এই তিনটি শহরের বিভিন্ন কেন্দ্রে ৫ হাজার জনেরও বেশি মানুষের মুখোমুখি হয়ে তাঁদের যোগ প্রশিক্ষণ দেবেন বাবা রামদেব।

ভারতীয় হাই-কমিশনের সঙ্গে যৌথভাবে ইনক্রিডেবল ইন্ডিয়া এই গোটা অনুষ্ঠানটির আয়োজক। তাদের সহায়তা করছে ব্রিটেনের পতঞ্জলি লগ পিথ। ‘এমন সুযোগ জীবনে একবারই আসে’, এই মর্মে সংগঠকদের তরফে ব্রিটেনজুড়ে প্রচার চালানো হয়েছে। তবে বিনামূল্যে নয়, বাবা রামদেবের এই যোগ প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে হলে ১৬ পাউন্ড ৭৬ শিলিং (ভারতীয় মুদ্রায় প্রায় ১ হাজার ৫০০ টাকা) দিয়ে টিকিট কাটতে হবে। ভিআইপি টিকিটের দাম ১০৮ পাউন্ড ৩৯ শিলিং (ভারতীয় মুদ্রায় প্রায় ৯ হাজার ৮০০ টাকা)।

সংগঠকদের তরফে জানানো হয়েছে, লন্ডনে এই শিবিরে অংশগ্রহণকারীদের দু’ভাগে যোগ প্রশিক্ষণ দেবেন বাবা রামদেব। হ্যামারস্মিথে কেনসিংটন অলিম্পিয়াতে ২৩ জুন সকাল সাড়ে আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং বিকেল ৪টে থেকে সাড়ে ছ’টা পর্যন্ত প্রশিক্ষণ দেবেন তিনি। ২৪ জুন কোভেন্ট্রির রিকো এরিনাতে এবং ২৬ জুন গ্লাসগোর এমিরেটাস এরিনায় প্রশিক্ষণ দেবেন এই যোগগুরু।

http://www.anandalokfoundation.com/