মেহের আমজাদ, মেহেরপুরঃ আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে মেহেরপুরে র্যালি করেছে প্রবীণ হিতৈষী সংঘ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামানের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। প্রবীন হিতৈষী সংঘের সভাপতি রমেশ চন্দ্র নাথ, জেলা সমাজ সেবা অফিসার আবু বক্কর সিদ্দিকী সহ জেলার প্রবীণরা র্যালিতে অংশ নেয়।