ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে নওগাঁর ধামইরহাটে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার আদিবাসী সামাজিক সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী সামাজিক সংগঠনের সভাপতি সেবাস্তিয়ান হেম্রমের সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন।
এ সময় আদিবাসী সামাজিক সংগঠনের উপদেষ্টা নরেন হাসদা, জিল্লুর মার্ডী, কুরশিদ পাহান, নারী নেত্রী ইমেল দা মারান্ডী, ও আশ্রয় সম্মান প্রকল্পের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা দাবী উল্লেখ করে বলেন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সরকারী চাকুরীতে কোঠা পদ্ধতি চালু ও অধিকারসহ বিভিন্ন দাবীসমূহ দ্রুত বাস্তবায়ন করার আহবান জানানো হয়।